BookApp, বাংলাদেশের প্রথম প্ল্যাটফর্ম যা দিচ্ছে অ্যাডমিশন বইয়ের সাথে একটি ইন্টারেক্টিভ অ্যাপ। একজন শিক্ষার্থীর সার্বিক সাফল্য ও সামগ্রিক প্রয়োজনের জায়গায় কিভাবে উন্নতি আনা যায় সেই চিন্তা থেকেই ‘BookApp’ কনসেপ্টটি নিয়ে আমাদের যাত্রা শুরু হয়। বইটির মান বৃদ্ধির লক্ষ্যে আমরা বেছে নিয়েছি দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান গুলোর শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থীদের। তাদের কন্টেন্ট ও নিজস্ব অনুশীলনী দিয়ে বইটি সাজানো হয়েছে।
ভর্তি পরীক্ষার সময় একজন ছাত্রকে ২৫-৩০ টি বই পড়তে হয় যা একজন শিক্ষার্থীদের জন্য ভীষণ বিভ্রান্তিকর। লেকচার BookApp অ্যাডমিশন টেস্ট প্রশ্নব্যাংক++ এমনভাবে সাজানো যেন লেকচারের পাঠ্যবইয়ের পাশাপাশি এই একটি বই শিক্ষার্থীদের ভর্তি প্রস্তুতির জন্য কমপ্লিট সলিউশন হয়। ভর্তি পরীক্ষায় সাফল্য পেতে প্র্যাকটিস এর কোনো বিকল্প নেই। তাই ভর্তি প্রস্তুতি কে আরো interactive করতে আমরাই বাংলাদেশের সর্বপ্রথম বই এর প্রশ্নগুলোকে যেকোন সময় ও স্থানে যত খুশি তত বার অনুশীলনের জন্য এনেছি ‘brritto’ অ্যাপ। LEARN, TEST, PROGRESS, LEADERBOARD ও LIVE EXAM ফিচারগুলির সংযোজনে অ্যাপটি ডিজাইন করা হয়েছে। এই অ্যাপ এ যেকোনো সময় ‘লার্ন’ ফিচার ব্যবহার করে ইন্টারেক্টিভ ভাবে পড়ার সুযোগ আছে, ‘টেস্ট’ ফিচারের মাধ্যমে শিখন যাচাই করা যায়, প্রোগ্রেস সেকশনে নিজের প্রতিদিনের অগ্রগতি ট্র্যাক ও লিডারবোর্ডের মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের মাঝে নিজের অবস্থান জেনে নিতে পারবে। ভর্তি প্রস্তুতি নিখুঁত করতে আমাদের টিচার্স প্যানেল কর্তৃক প্রণীত প্রশ্নে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতি সম্পূর্ণ করতে পারবে।
বাজারে যে BookApp গুলো এভেইলেবল রয়েছেঃ ভার্সিটি ক পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, বাংলা+ইংরেজি; ভার্সিটি খ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান; মেডিকেল (All in One) এবং ইঞ্জিনিয়ারিং পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত। BookApp গুলো সংগ্রহ করা যাবে লাইব্রেরি থেকে। তাছাড়া BookApp এর Website, লেকচারের ফেসবুক পেজ, লেকচারের হোয়াটসঅ্যাপ ও কল সেন্টার-এ কল করে বইটি অর্ডার করা যাবে। brritto অ্যাপে access পেতে অ্যাপ- এ BookApp এ দেওয়া QR code টি স্ক্যান করো।
আজই লেকচার BookApp টি বুঝে নাও। সাফল্য লাভের সর্বোচ্চ প্রস্তুতি শুরু হোক আমাদের সাথেই……